অনলাইন ক্লাসের জন্য বেস্ট বাজেট স্মার্টফোন!
করোনা কালীন বৈশ্বিক বিপর্যয়ে আর কোনো ব্যবস্থায় পরিবর্তন আসুক বা না আসুক, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় খুব বড় একটি পরিবর্তন এসেছিল এবং যার প্রভাব এখনও আছেই। অনলাইনের বদলে পুরো শিক্ষা মাধ্যমটা হুট করে হয়ে যায় অনলাইন! যার রেশ এখনও কাটেনি! ছোটো শিশু থেকে শুরু করে ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদেরও এখন নিয়মিত ক্লাস হচ্ছে অনলাইন মাধ্যমে। আর মাধ্যম যখন অনলাইন তখনই আসে একটি ডিভাইসের ব্যাপারটি! আর অবশ্যই সেটি হতে হবে তুলনামূলক ভালো ডিভাইস যেটি দারুনভাবে অনলাইন ক্লাস হ্যান্ডেল করতে পারবে! আজকের আর্টিকেলটি ঠিক এই বিষয়টি নিয়ে সাজানো, আমরা আজ আলোচনা করব দেশীয় স্মার্টফোন নির্মাতা ওয়ালটনের ৩ টি দারুন স্মার্টফোন সম্পর্কে, যেগুলো আপনার […]