একজন মানসা মুসার গল্প!
টাকা-পয়সা যদি হাতের ময়লা হয়, তাহলে পৃথিবীতে কার হাত সবচেয়ে বেশি নোংরা হতে পারে? কেউ কেউ চিন্তা ভাবনা না করেই বলে ফেলবেন বিল গেটস। বেশ অনেকবছর ধরে তার হাত যে সবচেয়ে নোংরা মানে তার হাতেই যে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পত্তির দখল এই তথ্য ফোর্বস ম্যাগাজিনের মতো জায়গাগুলোতে ফলাও করে প্রচার হয়েছে। তবে এর মধ্যে জেফ বেজোস বিল গেটসকে ছাড়িয়ে বিগত তিন বছরে শীর্ষধনীর তালিকায় এক নম্বরেই জায়গা করে নিয়েছেন, দু নম্বরে চলে গেছেন বিল গেটস। এছাড়া ওয়ারেন বাফেটের কথাও আলোচিত। তার হাতের ময়লার ব্যাপারে সন্দেহ নাই। বিনিয়োগ গুরু বলে কথা, খেলেন বুঝেশুনে। তাই টাকা পয়শার লাইনে তার অবস্থান দীর্ঘদিন ধরেই […]